About Us
Ilma Emporium একটি অনলাইন শপ।
এই অনলাইন শপে বর্তমানে মোট ৯ ধরনের পণ্য রয়েছে। সিরামিক মগ, চাবির রিং, গ্লাস ফ্রেম, এলুমিনিয়াম ওয়াটার বোটল, ওয়াল ফ্রেম, ওয়াল ঘড়ি, কিডস টি-শার্ট, দুআ স্টিকার ফর কিডস এবং ইসলামিক বুকস।
Ilma Emporium এর প্রতিটি পণ্যের বৈশিষ্ট্য হলো, আমাদের প্রতিটি পণ্যেই ইসলামিক মেসেজ রয়েছে ।
আরেকটি বিশেষত্ব হলো একমাত্র ইসলামিক বুকস ছাড়া বাকি পণ্যগুলোর মেসেজ কাস্টোমাররা তাদের পছন্দ অনুযায়ী কাস্টোমাইজ করে নিতে পারে এবং এই কাস্টোমাইজেশনের জন্য আমরা অতিরিক্ত কোনো চার্জ নেই না। মেসেজ কাস্টোমাইজ করতে যে অতিরিক্ত সময় ব্যয় হয় তা আমরা সাদাকাহর নিয়তে ব্যয় করি (আল্লাহ যেন তা কবুল করে নেন) ।
প্রতিটি পণ্যের মূল্য নির্ধারণের ক্ষেত্রে নূন্যতম লাভে সর্বনিম্ন মূল্য রাখা হয়েছে যেন প্রোডাক্ট পছন্দ হওয়ার পর শুধু দামের কারণে ক্রেতা ফিরে না যায় বরং অধিক সংখ্যক মুসলিমের ঘরে ঘরে ইসলামিক মেসেজ লেখা পণ্য পৌঁছতে পারে।
এই উদ্যোগ দেশ, সমাজ ও ইসলামের যে সমস্যা সমাধান করছে—
ইসলাম মানে শুধু কিছু ধর্মীয় রীতি-নীতি পালন নয় বরং এটি একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। তাই প্রতিটি মুসলিমের জীবনাচরণ হওয়া উচিত অন্যদের থেকে আলাদা। কিন্তু ইদানীং আমরা কেবলমাত্র আচার সর্বস্ব মুসলিমে পরিণত হচ্ছি। আমাদের জীবনাচরণে এর প্রতিফলন পাওয়া যাচ্ছে না।
আমরা হয়তো জানি যে আরবী ‘ইনসান শব্দটার ধাতুমূল ‘নাসিয়া’যার অর্থ ভুলে যাওয়া। মানুষ মাত্রই ভুলে যায় আর শয়তানের একটা অন্যতম অস্ত্র হচ্ছে মানুষকে ভুলিয়ে দেয়া ( আল-কুরআন ১৮:৬৩)।
তাই আমরা যেন আমাদের দৈনন্দিন জীবনাচরণে আমাদের মুসলিম পরিচয় ভুলে না যাই এজন্য আমাদের প্রয়োজন রিমাইন্ডারের।
এই ধারণা থেকেই Ilma Emporium এ আমরা বেছে নিয়েছি এমন কিছু পণ্য যা আমরা প্রতিদিন ব্যবহার করি বা চোখের সামনে দেখি। আর এইসব পণ্যে আমরা সংযোজন করেছি ইসলামিক মেসেজ যা প্রতিনিয়ত চোখের সামনে থাকলে তা আমাদের জন্য রিমাইন্ডার হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ। এ ব্যাপারে আমাদেরকে উদ্বুদ্ধ করেছে সূরা যারিয়াতের ৫৫ নং আয়াত যেখানে আল্লাহ বলছেন ‘তুমি মনে করিয়ে দিতে থাকো কারণ নিঃসন্দেহে মনে করিয়ে দেয়া মুমিনদের উপকার করে’।
আমাদের পণ্যে উল্লেখিত মেসেজগুলোর মাধ্যমে মুসলিম হিসেবে আমাদের ইহকালীন জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য যেন সবসময় আমাদের মনে থাকে এবং ইসলাম যে শুধু একটি ধর্ম নয় বরং পরিপূর্ণ জীবনব্যবস্থা–এই অনুভূতি যেন সদা জাগরুক থাকে সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
কেন এই সমস্যা সমাধান করা জরুরি—
যে কোনো আইডিয়া বা থিমকে মানুষের মনে দীর্ঘমেয়াদে প্রোথিত করার একটি অন্যতম উপায় হলো বিভিন্ন পণ্যের মাধ্যমে তাকে ঘরে ঘরে পৌঁছে দেয়া। মানুষ যখন চোখের সামনে প্রতিনিয়ত এগুলো দেখতে থাকে তখন নিজের অজান্তেই তার মনে একটা দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে যায়। যেমন ভারতীয় কার্টুন চরিত্র মোটু-পাতলু বা শিভা যখন শুধু টিভির পর্দায় সীমাবদ্ধ না থেকে পেনসিল বক্স, টিফিন বক্স, স্টিকার, টিশার্ট এসবকিছুতে স্থান করে নেয় তখন এটি শুধু একটি নিছক কার্টুন চরিত্র থাকে না, হয়ে ওঠে নিত্যদিনের জীবন-যাপনের সঙ্গী। একই কথা প্রযোজ্য হ্যারি পটার কিংবা ফ্রোজেন এর চরিত্রগুলোর ক্ষেত্রেও।
শুধু শিশুরাই যে এই মনস্তাত্ত্বিক সাম্রাজ্যের শিকার হচ্ছে তা নয় বরং আমরা বড়রাও তথাকথিত ট্রেন্ডের অন্ধ অনুকরণ করতে গিয়ে কখন যে বিভিন্ন পণ্যের দ্বারা প্রভাবিত হয়ে যাচ্ছি তা আমরা নিজেরাও বুঝতে পারছি না।
তাই আমাদের প্রয়োজন বাজারে প্রচলিত এইসব পণ্যের একটি উপযুক্ত অলটারনেটিভ তৈরি করা যা একই সাথে প্রয়োজনকেও সার্ভ করবে এবং ইসলামিক বার্তাও পৌঁছে দেবে।