কুর’আনের সবচেয়ে ছোট সূরাগুলোর একটি সূরা আসর। মাত্র তিন আয়াতের এই সূরাটি আসলে মানুষের জন্য কষ্টিপাথরের মতো। কষ্টিপাথর দিয়ে মূল্যবান ধাতুর বিশুদ্ধতা যাচাই করা হয়। এই সূরাটির মধ্য দিয়ে আল্লাহ সফল মানুষ যাচাই করার পথ বলে দিয়েছেন।
আল্লাহ এককথায় বলে দিয়েছেন মানুষ মাত্রই ক্ষতির মধ্যে আছে। এরপর তিনি তাদের কথা বলেছেন যারা এর ব্যতিক্রম, অর্থাৎ তারা ক্ষতিগ্রস্ত নয়।
তারা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছেন, ঈমানদার হিসেবে নিজেকে সেভাবে সামলে রাখেন যেভাবে আল্লাহ খুশি হন এবং একইসাথে অপরকে সেই পথে ডাকেন। তারা তাদের এই পথে অবিচল থাকেন এবং বিপদে এই পথকে আঁকড়ে রাখেন। এরাই বিপদমুক্ত, এরাই সফল।
এই কথাগুলোর সত্যতা আঁচ করতে আল্লাহ সময়ের শপথ করছেন। কেনো আল্লাহ সময়ের শপথ নিলেন আর কেনোই বা এতো গুরুত্বপূর্ণ নসিয়ত মাত্র তিনটি বাক্যে আল্লাহ সীমাবদ্ধ করে দিলেন?সূরা আসরের তাফসিরে আমাদের সেই কথাগুলোই শেখাচ্ছেন উস্তাদ নোমান আলী খান। ছোট অথচ ওজনদার এই সূরাটির ব্যাখ্যা নিয়ে নতুন আয়োজন, এই বই…”তাফসির সূরা আসর”।
আল্লাহ আমাদের ক্ষতিগ্রস্তদের মধ্য থেকে বাঁচিয়ে সফলকামদের মাঝে সামিল করুন।
Reviews
There are no reviews yet.