পরিকল্পিত যে কোনো কাজই সুন্দর ও সফল হয়। এবারের রমাদান তাকওয়া অর্জনের মাধ্যমে সার্থক করতে, আমল দিয়ে সাজাতে এবং জান্নাতের পথে এগিয়ে যেতে আস-সুন্নাহ ফাউন্ডেশন সাজিয়েছে রমাদানের সুনিপুণ পরিকল্পনার ছক ‘রমাদান প্ল্যানার’।
রমাদান প্ল্যানারে আছে প্রতিদিন একটি আয়াত, একটি হাদীস, একটি মাসনূন দু’আ এবং দিনের কাজ। প্ল্যানার অনুযায়ী আমল করলে রমাদানের এক মাসে ৩০টি আয়াত, ৩০টি হাদীস, ৩০টি দু’আ ও ৯০টি আল্লাহর নাম মুখস্থ হয়ে যাবে।
এছাড়া এতে আছে প্রতিদিনের সালাত ও কুরআন ট্র্যাকার এবং দৈনিক চেকলিস্ট। রমাদান শেষে আত্মপর্যালোচনা করতে পারবেন— মোবারক মাসে কতটুকু কুরআন তিলাওয়াত করেছেন, কত ওয়াক্ত সালাত জামাতের সঙ্গে আদায় করেছেন, অন্যান্য নফল সালাত কতটুকু আদায় করেছেন। দিনের অর্জন নামে একটি ঘর থাকছে, যেখানে দিনে উল্লেখযোগ্য কোনো ভালো কাজের কথা লিখতে হবে। মাস শেষে দেখতে পারবেন, এই মাসে আপনি কতগুলো ভালো কাজ করেছেন।
এই রমাদান প্ল্যানার অনুযায়ী রমাদান মাসে আমল করলে সারা বছরের এমনকি সারা জীবনের গাইডলাইন পাবেন, যদি আপনি তা পেতে চান।