কুরআনের অলৌকিকত্ব হলো এটা সময় নিরপেক্ষ। কুরআন কে আপনি এর নিজের ভেতর থেকে যাচাই করতে পারবেন। বাইরের কিছু এনে একে যাচাই করার দরকার পড়েনা। তারপর বাইরের কিছু দিয়ে একে যাচাই করতে চাইলে তাও পারেন। বিজ্ঞান হলো একটি বাইরের বিষয়; আমরা কুরআনের অলৌকিকত্ব লক্ষ্য করবো এর নিজের ভেতরের বর্ণনা থেকে; এর বক্তব্যের ধরণ থেকে; এর নিজস্ব শক্তিশালী বার্তা থেকে; এর নিজস্ব ভাষা থেকে। এরমধ্যে এমনকিছু আছে যা সময় নিরপেক্ষ; যে কেউ এর মধ্যে চিন্তামগ্ন হবে সে নিশ্চিত একটি নিষ্পত্তিতে পৌঁছুবে।
“তবে কি তারা কুরআনকে নিয়ে গভীরভাবে চিন্তামগ্ন হয়না? যদি তা আল্লাহ ব্যতীত অন্য কারো নিকট হতে আসতো, তবে তারা এতে অনেক অসঙ্গতি পেতো”।
(সূরাহ আন নিসা, ০৪: ৮২)
Reviews
There are no reviews yet.