বর্তমান বিশ্বে প্যারেন্টিং নিয়ে নানা একাডেমিক কার্যক্রম হচ্ছে। প্রশিক্ষণ ও কর্মশালার ব্যবস্থাপনাও রয়েছে এবং বহু গবেষণা আর্টিকেল এবং বই-পত্র প্রকাশিত হচ্ছে। বিশ্বের প্রায় প্রতিটি সমাজে প্রতিটি দেশেই এ বিষয়ে সেমিনার সিম্পেজিয়াম, কর্মশালা গড়ে উঠছে। গবেষণা চলছে। বাবা-মা ও অভিভাবকগণও এ বিষয়ে নিজেদের জ্ঞান ও দক্ষতা শাণিয়ে নিতে হুমড়ি খেয়ে পড়েছেন।
এর কারণ কি? এর কারণ হলো, বৈশ্বিক পরিবেশ ও চিন্তামানস, শিক্ষা ও দর্শন নানা ব্যবস্থাপনা ও মতবাদের নামে কলুষিত হয়েছে। এরকম কলুষিত পরিবেশ, সমাজব্যবস্থা ও সাংস্কৃতিক আবহে সস্তান প্রতিপালন একরকম দুঃসাধ্য হয়ে পড়েছে। উন্নত বা অনুন্নত বিশ্ব, পশ্চিমা বা প্রাচ্যদেশীয়, যেকোনো সমাজের কথাই বলি না কেন, সন্তান প্রতিপালন করাটা প্রত্যেক বাবা মায়ের জন্য দিন দিন। কঠিন হতে কঠিনতর হয়ে পড়েছে।
এরকম বৈরি ও প্রতিকূল পরিবেশ বিশ্বের যেখানেই থাকুক না কেন, সেখানে একজন মানবসন্তানকে খুব সাবধানে, সুপরিকল্পিত উপায় ও পদ্ধতিতে এসব দূষিত চিন্তা, দর্শন ও জীবনাচার হতে বাঁচিয়ে রাখতে হয়, এসবগুলোকে এড়িয়ে চলা শিখতে হয়। তা নাহলে জীবনের একেবারে সূচনাপর্ব হতেই তারা বিপথে চলে যেতে বাধ্য।
আর একবার তারা বিপথে চলে গেলে, ক্ষতিকর দর্শন, সংস্কৃতি ও জীবনাচারে অভ্যস্ত হয়ে পড়লে তাকে পুনরায় শালীন, সুস্থ ও নৈতিক জীবনাচারে ফিরিয়ে আনাটা খুবই কষ্টকর। কারণ আধুনিকতার নামে এ বিশ্ব আজ যে মোহনীয় প্রলোভন জীবন ও সমাজের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, তার হাত থেকে এ সমাজের শিশু কিশোর, তরুণ তরুণী, যুবক যুবতিদের পক্ষে আত্মরক্ষা করে চলা খুব বেশিদিন সম্ভব হয়ে উঠে না।
এমন নানাবিধ বাস্তবতায় প্যারেন্টিং বিষয়ে বাংলাদেশেও বিভিন্ন সভা সেমিনার কোর্স লিখনির প্রবর্তন লক্ষণীয় হয়েছে। লেখক নিজেও লন্ডন থেকে পরিচালিত QnS একাডেমির প্যারেন্টিং কোর্সের মূখ্য পরিচালক ছিলেন। এছাড়া প্যারেন্টিং বিষয়ে বিভিন্ন সভা সেমিনারে আলোচক হিসেবে অংশগ্রহণ করেছেন। প্যারেন্টিং নিয়ে লেখকের অভিজ্ঞতার সমন্বয়ে ইসলাম ও নৈতিকতার আলোকে ৩ খণ্ডে রচিত হয়েছে প্যারেন্টিং সিরিজ।
Reviews
There are no reviews yet.