সালাতে খুশু-খুজু নিয়ে বাংলায় যতগুলো বই প্রকাশিত হয়েছে, সবগুলোই মোটামোটি পড়া হয়েছে। তবে এই বইটাকে সে বইগুলোর মধ্যে সবচেয়ে সেরা মনে হয়েছে। নামাজে খুশু, মধুরতা ও প্রশান্তির জন্য এটাকে একটি মাইফলক হিসেবে ধরা যায়। বইটির প্রচার-প্রসার হওয়া খুবই জরুরী। এমনকি আমার পড়া সেরা বইগুলোর মধ্যে এটি একটি। খুশু-খুজু নিয়ে এত বৃহৎ পরিসরে, বিস্তারিত আলোচনা নিয়ে বাংলায় আর কোনো বই আছে কিনা জানি না। বইটা পড়ার পর, এ বইয়ের সাথে সম্পৃক্ত সকলের জন্য অন্তরের গহীন থেকে দু’আ চলে এসেছে। বইটি প্রকাশিত হয়েছে “বুকিশ পাবলিশার” থেকে। অনুবাদ করেছে নাক বাংলা এবং কুরআনের আলো টিম। সম্পাদনা করেছে আহমাদ আল-সাবা।
নামাজ একটি বন্ধন। আল্লাহর সাথে বান্দার প্রশান্তিময় শীতলার বাঁধন। এই শীতলতা তখনই অনুভব করা যায়, যখন সেটা নামাজের মতো নামাজ হয়। যে কেউই নামাজের অমৃতসুধার সন্ধান পেতে পারে। এর জন্য দরকার নামাজের গুরুত্ব অনুধাবন করা এবং খুশু অর্জনের রহস্য উন্মোচন করা। সেই রহস্য উন্মোচন করা এবং অন্তরের শীতলতা পাওয়ার বাস্তবিক বিষয়গুলো নিয়েই কুয়েতের দাঈ মিশারী আল-খারাজ এর অনন্য এই সম্পদ, এই বই–“কীভাবে নামাজের মধুরতা লাভ করা যায়?