যেকোনো ভাষারই সবচেয়ে কঠিন কাজ হচ্ছে শব্দার্থ মনে রাখা। ব্যাকরণের পেছনে যদি এক বছর সময় দিতে হয়, শব্দার্থের পেছনে দিতে হয় আজীবন। তাছাড়া এই মুখস্থ করার কাজটাই অত্যন্ত কঠিন। কিন্তু শিশুরা তাদের স্বচ্ছ মন দিয়ে এটা সহজে করতে পারে। তাই ছোট থাকতেই তাদেরকে যদি নিত্যপ্রয়োজনীয় শব্দার্থ শেখানো যায়, তবে সেগুলো খুব ইফেক্টিভ হয়। বড় হলে সেগুলো খুব কাজে লাগে।
এ লক্ষ্য থেকেই আমাদের এই বইটির অবতারণ। ৭ থেকে ১০ বছরের শিশুদের জন্য। আমরা চাই শিশুরা শব্দার্থ শিখুক খেলার ছলে। গেইম খেলতে খেলতে। এই বইতে শিশুরা এমন শব্দই শিখবে, যেগুলো বহুল প্রচলিত। বাস্তব জীবনের পদে পদে যেগুলো তাদের লাগবে। অ্যাকাডেমিক পড়াশোনা, কর্মক্ষেত্র— সর্বত্র যেগুলোর ব্যবহার—এমন প্রয়োজনীয় শব্দ নিয়ে এই বইয়ে ৫০টি পাজল গেইম। একেকটি পাজল গেইম শিশুরা খেলবে এবং নতুন নতুন শব্দ শিখতে থাকবে। এভাবে পুরো বইটি শেষ করার পর শিশুরা দেখবে তাদের ঝুড়িতে ১৮৮টি শব্দার্থ যুক্ত হয়ে গেছে, যেগুলো দৈনন্দিন কথোপকথনে লাগে।
নতুন শব্দ শেখার সবচেয়ে পাওয়াফুল পদ্ধতিগুলোর একটি হলো active recall পদ্ধতি। বিজ্ঞানসম্মত এই পদ্ধতিতে পড়লে মস্তিষ্ক শুধু পড়েই না, প্রতিনিয়ত শিখতে থাকে। এই পদ্ধতিটাই অ্যাপ্লাই করা হয়েছে বইয়ের সবগুলো গেইমে। এছাড়া যুক্ত করা হয়েছে শব্দের সাথে প্রাসঙ্গিক আকর্ষণীয়, কালারফুল সব ইলাস্ট্রেশন; ফলে শব্দ আরও বেশি মনে গাঁথতে সাহায্য করবে।
আপনার শিশুর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।