.
তাঁর সর্বশেষ বাণীবাহী মানবপুরুষ হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একজন আরব-বেদুইন তথা উম্মি লোক হওয়া সত্ত্বেও সৃষ্টিবিশ্বের শুরু থেকে শেষ পর্যন্ত মহান আল্লাহর প্রতিনিধিত্বের সকল সত্য-ইতিহাস কুরআনুল কারিমের মাধ্যমে একে একে পুঙ্খানুপুঙ্খরূপে বর্ণনা করেছেন, এটি তাঁর অপ্রতিদ্বন্দ্বী আশ্চর্য এক মুজিজা। একে যে অস্বীকার করবে, সে-ও শাস্তির আওতাভুক্ত হতে বাধ্য।
আধুনিক-কালে ধর্মতত্ত্ব একটি চমৎকার আলোচ্য-মাধ্যম। এর মাধ্যমে সত্য (ইসলামধর্ম) তার নিকষ পাথরে আরও স্বচ্ছ আর পরিচ্ছন্ন আরও পরিজ্ঞানময়-রূপে প্রতিভাত হচ্ছে। ‘এক-এর আহ্বান’ গ্রন্থটি মূলত ধর্মতাত্ত্বিক একটি ঈমান-জাগানিয়া আলোকস্তম্ভ। এর জ্যোতির্ময় আভার শেষ নেই।