দুনিয়ার কোন মানুষের নিকট কোন কিছু বার বার প্রার্থনা করলে তিনি রেগে ক্ষিপ্ত হয়ে যান ; কিন্তু মহান প্রতিপালক আল্লাহর নিকট কোন কিছু বার বার প্রার্থনা করলে তিনি ক্ষিপ্ত হন না ; বরং তিনি খুবই খুশি হন।
কুরআনে তিনি ঘোষণা দেন,
“তোমাদের পালনকর্তা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। যারা আমার ইবাদতে অহংকার করে তারা সত্বরই লাঞ্ছিত হয়ে জাহান্নামে দাখিল হবে।” (মুমিন : ৬০)
অন্যত্র এসেছে –
“আর নির্দেশ হয়েছে, আল্লাহ ব্যতীত এমন কাউকে ডাকবে না, যে তোমার ভালোও করবে না, মন্দও করবে না। বস্তুত: তুমি যদি এমন কাজ কর, তাহলে তখন তুমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ” (ইউনুস : ১০৬)
প্রথম আয়াতটিতে আল্লাহর নিকট ওজর আপত্তি পেশ করলে তিনি তাতে সাড়া দেবেন এবং সমাধা করে দিবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন আর দ্বিতীয় আয়াতে আল্লাহর সাথে কাউকে শরীক করতে নিষেধ করা হয়েছে। অতএব চাইবোই যখন আল্লাহর নিকট চাইবো এবং তা আল্লাহর নাযিলকৃত কুরআনের ভাষায় চাইবো।
আল্লাহ রাব্বুল আলামীন আল-কুরআনের যে সকল স্থানে ‘রাব্বানা’ ও ’রাব্বি’ উল্লেখ করে আল্লাহর নিকট প্রার্থনার বিধান শিখিয়ে দিয়েছেন, সেখান থেকে এ বইয়ে চল্লিশটি ‘রব্বানা’ ও সাতাশটি ‘রব্বি’ সম্বলিত আয়াতগুলো একত্রে সংকলন করে সহজে আল্লাহর নিকট প্রার্থনা করার জন্য প্রকাশ করা হয়েছে। তাছাড়াও রাসূল (সা.) দৈনন্দিন প্রয়োজন পূরণের সময় বিভিন্ন দু’আ পাঠ করেছেন তারও কতিপয় দু’আ এখানে উল্লেখ করা হয়েছে।
Reviews
There are no reviews yet.